প্রতীক্ষা
-অপর্ণা রায়
আমি আকাশ ভরা দৃষ্টি নিয়ে,
পথের পানে চেয়ে থাকি-
প্রভাত আলোর পথটি ধরে ,
কবে যে তুই আসবি ফিরে।
সন্ধ্যা তারার বিদায় ক্ষনে
প্রশ্ন সুধাই তারে-
আঁধারে দীপ জ্বেলে ধীরে,
কবে যে তুই আসবি ফিরে।
মেঘ বালিকা উড়নী ওড়া ,
ঘুড়নী ঝড়ের হাওয়ায় ধেয়ে,
ওমনি ভাবি -ওই আকাশে,
এলো বুঝি আমার মেয়ে।
সমব্যাথার বন্যা নিয়ে ,
ঝড়ে পড়ে দু-চোখ পরে,
বিদ্রুপেরই ঝিলিক দিয়ে,
মিলিয়ে যায় আকাশ পাড়ে।
কত যুগ যে বয়ে গেল ,
অশ্রু নদী শুকিয়ে গেল,
জীর্ণ আশায় আজও বেঁচে,,,,,,,
তোর তরী তো এলোনা তীরে?
হৃদয় বীনা ছিন্ন করে,
সন্ধ্যা নামে জীবন পড়ে,
মরণকে ও থামিয়ে দিয়ে,
চরণ তাহার আছি ধরে।
প্রবল ঝড়ের দোলায় দুলে
কে গো আশার সিন্ধু তীরে,
অন্ধ হয়ে প্রশ্ন করি——
তুই কি তবে এলি ফিরে?