তুমি ছাড়া নাই…!!!
-রুদ্র প্রসাদ
প্রণমি সদা তোমারে বিশ্বকবি, হে গুরুবর,
তোমারই অখণ্ড সৃষ্টসত্তায় ব্যাপ্ত চরাচর ।
সচ্চিদানন্দ ধ্বনি অনন্ত, সহস্রারই মাঝে,
সে মহা ওঙ্কার স্বরূপ, তাহাতেই বিরাজে ;
ব্যথাহত দেখে সেথা ব্যথাবিজয়ের প্রেরণা,
মৃত্যুপথযাত্রীর প্রাপ্তি মৃত্যুঞ্জয়ী সান্ত্বনা ;
দার্শনিকের আয় প্রকৃত সত্যের সুলুকসন্ধান,
রাজনীতিকের পাথেয় হয় নির্ভুল বিধান ।
দুঃখ-দ্বন্দ্বময় নৈরাশ্যপীড়িত এ সময় যত,
তোমাতেই অবগাহনে স্বস্তি মিলেছে সতত ।
ব্যক্ত-অব্যক্ত স্ব-কার ফিরে ফিরে খুঁজে,
সাধনেই জ্ঞানের চেতনারা মূর্ত হয় বুঝে ;
তুমি স্রষ্টা, তোমার সৃষ্টি স্থিতি-লয়কারী,
গুণী-নির্গুণে চিন্তনে তুমিই চিরঅধিকারী ।
তোমাতেই শুরু জানি, তুমি যে অশেষ…;
অন্তরের অন্তঃস্তলে স্থির, প্রজ্ঞা নির্নিমেষ ।
প্রাচ্য-পাশ্চাত্য সংস্কৃতির অভূতপূর্ব মিল,
নবোন্মেষিত স্বদেশীকতায় একাকার দিল ।
সদাজাগ্রত কর্ম তোমার যেন অতন্দ্রপ্রহরী,
জ্যোতির্ময় সাধনায় তুমিই আনন্দ লহরী ।
সীমিত জীবনকালের যে দিকেই তাকাই,
তোমারই জয়গান কবিগুরু, তুমি ছাড়া নাই ।
অনিত্যের মাঝে তোমার নিত্যলীলা চলে,
সঙ্কটকালে বরাভয় পাই তুমি রয়েছ বলে ;
নিরানন্দ মাঝে তুমিই শাশ্বত, সদানন্দময়,
সময়ের করাল ছায়াকে হেলায় করেছ জয় ।
বাল্মীকী-প্রতিভা থেকে থেকে সোনার তরী,
পদাবলী ভারে নৈবেদ্যের খেয়া নিয়েছ ভরি ;
নবজাতক থেকে শেষের কবিতা মধ্যে উধাও,
চতুরঙ্গে সমুজ্জ্বল, বাদ পড়েনি তো কোথাও ।
গীতাঞ্জলিতে মৈত্রীর বার্তা সাথে বিশ্বশান্তি,
নোবেলও কখনও বয়ে আনেনি তব ক্লান্তি !
কথা ও সুরে মিলে একাকার সঙ্গীত মূর্ছনা,
আজও মেলে তৃষিত হৃদয়ের তৃপ্ত ব্যঞ্জনা ।
ভাবে ধরা দিয়েও চিরকাল রয়েছ অধরা…,
বিক্ষুব্ধ ঝঞ্ঝামাঝে তুমি সমাহিত, নির্বিকারা !
প্রাদেশিক সঙ্কীর্ণতার ঊর্ধে করেছ আলাপন,
রাখি বেঁধে করেছ সৌভ্রাতৃত্বের মানববন্ধন ।
সকলে তোমারে জানে, চেনে হয়তো কেউ ;
পরশে আন্দোলিত হৃদসায়রে উদ্বেল ঢেউ ।
চিরলাঞ্ছিত-ভর্ৎসিত তুমি, তর্কে মেলে নাই,
ভাস্বর উপস্থিতি সদা রবির কিরণে পাই ।
পরাভব গ্লানি ভুলিয়ে মনের করায়েছ জয়,
ক্ষয়িষ্ণু সব মাঝে তুমি তাই অজেয়, অক্ষয় ।
খুব সুন্দর লেখা দারুণ লাগলো
কবিকে প্রণাম
ধন্যবাদ অশেষ…
অপূর্ব শ্রদ্ধাঞ্জলি…
🙏🙏🙏
ধন্যবাদ অশেষ…