লিথির তীরে
-সাহানুর হক
মোর মনেতে সুপ্ত থাকা অচল ফাগুন সব,
প্রতিক্ষনে বারে বারেই অসহ্য কলরব ।
ভাল লাগেনা এই জগতের ব্যস্ত ক্লান্ত ভীরে
তাই তো মোর আজ ইচ্ছে ছোটে লিথি নদীর তীরে ।
মাঝির দ্বারা নৌকা চরে নদীর ওপার গিয়ে
নতুন করে বাঁচতাম ওরে এ জগত ভুলে দিয়ে ।
হয়ত সেথায় জীবনযাত্রা ভিন্ন রকম হবে
এখানেই বা সে যাত্রা বুঝে উঠতাম কবে?
তাই তো আমার অলস ডানা আজ পাখনা ছড়ায়
লিথির কথা মনে করলে প্রাণটা যে যায় জুড়ায় ।
সেথায় গিয়ে পাহাড় ঢালে ফুলের বাগান পরে
জীবনটাকে সাজিয়ে নিতাম কোনো ছোট্ট কুঁড়েঘরে ।
এক অচেনা পাখি যদি কোনোদিন সেথায় গিয়ে বলে
এই জগতের সব কিছু যে গিয়েছে বদলে ।
তবে আমি কথা দিলাম শত নবীন স্বপ্ন ঘিরে
আবার আমি আসিব ফিরে সেই লিথি নদীর তীরে।