Site icon আলাপী মন

একা এ জীবন

একা এ জীবন
-ধ্রুব বিকাশ মাইতি

দিন দিন একা এ জীবন
তুমি বিনা উপস্থিতি
দিনগুলো কাটছে-
বিষন্নতা ধূসর গ্রাসে,
একাকীত্বের অভিশাপে
দুর্বল হতে হতে…
হচ্ছে ফ্যাকাশে I
ওই দুটো পাখি
যাচ্ছে উড়ে আকাশে
তোরা কত বিলাসী !
আমি মানুষ হয়েও-
একা বসে থাকি ;
আর দেখি রাস্তায়, পার্কে
কত ছেলে মেয়ে বসে
এক এক জুটি
ঘুরছে এদিকে ওদিকে,
তোরা কত সুখী !
এ দুঃখে…..
আমি কি একাই দুঃখী ?

Exit mobile version