ভগ্ন দেওয়াল
-মৌসুমী সাহা মহালানাবীশ
ভগ্ন দেওয়ালে,মগ্ন যে প্রেম
ছিল শৈশবে আঁকা—-
প্লাস্টার হয়ে খসে পড়েছে জানি,
বৃথাই স্বপ্ন দেখা!
জীর্ণ দেওয়ালে,বিবর্ন প্রেম!
লুকোনো ইটের ফাঁকে,
খসে যাওয়া স্মৃতি,রঙচটা নামে!
শৈশব পিছু ডাকে!!
দেওয়াল জুড়ে প্রেম কাহিনী,
ইটের গাঁথুনি বুকে—–
হৃৎপিণ্ড যেথায় ছিল,
শ্যাওলারা আছে সুখে!
নোনা ধরেছে দেওয়ালখানি,
কবে কোন সে ভুলে!!
শৈশব বুঝি ফিরে পাওয়া যেত,
দেওয়ালটা কে ছুঁলে!!