Site icon আলাপী মন

বর্ষার ভরসা

বর্ষার ভরসা

চন্দনা দেবনাথ

 

বর্ষা আমার ভরসা ও ভাই
নতুন প্রাণের আশা ,
বর্ষা নিয়েই স্বপ্ন দেখে
গ্রামের সকল চাষা |

 

বর্ষা আনে নতুন সুর
সব মানুষের প্রাণে ,
বর্ষার জন্যই ফসল ফলে
সকলেই তা জানে |

 

বর্ষা এলে সরস হয়
প্রকৃতির সব গাছ ,
বর্ষার জলে বংশবৃদ্ধি
করে সকল মাছ |

 

ভেজা মাটির গন্ধে ভরা

বঙ্গের বর্ষাকাল ,
ধীবররা ওই মাছ ধরে
জলে ফেলে জাল |

 

বর্ষা মানেই মনে জাগে
পুরোনো সব দিন ,
আকাশ কুসুম কল্পনাতে
ভাবনা সব রঙ্গিন |

 

বর্ষা নিয়ে কবিরা সব
লিখেন নানান কথা ,
বর্ষা জাগায় সুখের স্মৃতি
কিংবা অতীত ব্যথা |

Exit mobile version