ভালোই আছে
-তমালী বন্দ্যোপাধ্যায়
যে গেছে সে গেছেই
চলে অনেকদূরে।
হয়ত সে আজ ভালোই আছে
অচিনপুরে।
হয়ত সে আজ করছে খেলা
মেঘের সাথে।
হয়ত সে আজ দীপ জ্বেলেছে
নিশুত রাতে।
হয়ত সে আজ গল্প করে চাঁদের সাথে
তারার দেশে।
সেথায় বাতাস পারিজাতের
গন্ধে মেশে।
জ্যোৎস্না মেখে যায় গেয়ে গান
মধুর সুরে।
যে গেছে সে ভালোই আছে
অচিনপুরে ।