শুধু তুমি

শুধু তুমি

-জয়দীপ

কথপকথন প্রায় শেষ লগ্নে ,
অবশেষে সাত পাঁচ বুঝে
তোমায় বলে ফেললাম ,
সাধনার বিষয়টা “শুধু তুমি” ।
কেমন যেন থমকে গেল আকাশটা ,
আর বাজল না সুর রেডিও তে ।
এক পশলার বৃষ্টিরা ,
অনেক গল্প শোনালো ।
রাত্রি শেষে সাদা পাতাটি কাটাকুটি ,
আর কিছু কথায় রঙ্গীন হলো ।
তার প্ৰতিবিম্বে হয়তো “তুমি” ।
অবুঝ কলম শেষে বুঝলো,
এখন তার পরিচয় বদলে গেছে ।।

Loading

Leave A Comment