অণু কবিতা লুডো August 12, 2018 / লুডো -ঋভু চট্টোপাধ্যায় প্রতিদিন উঠছি মানেই প্রত্যহ নামছি, এরপরেও হাজার প্রশ্ন অক্টোপাস অথবা জোঁক, একদিকে শ্বাস বন্ধ অন্যদিকে বেরিয়ে যাচ্ছে হিমোগ্লোবিন। এই তো বাঁদিকে আমার প্রেমিক, তাও শরীরে বর্গী আক্রমণ, খুঁটে খাচ্ছে পরিযায়ী দাগ। অথচ হাঁটছি, চলছি, বাঁচার চেষ্টার মাঝে প্রতিদিন মরছি।