গ্রহণ

গ্রহণ
-কৃষ্ণ বর্মন

 

 

গ্রহণ নিয়ে ব্যস্ত
গ্রহণ নিয়ে ভীত
অথচ কেউ গ্রহণে রাজী নয়।
গ্রহের ফেরের অজুহাত দিয়ে
সবাই দায়িত্ব এড়িয়ে যায়।
আগ্রহেও ক্রমশ গ্রহণ ধরে
স্হির হয়ে দাঁড়িয়ে থাকে শুধু অস্হিরতার বিগ্রহ।

গোগ্রাসে গিলতে গিলতে
অংশটারও পূর্ণাঙ্গের পঙ্গুত্ব প্রাপ্তি হবে।
ভরসা শুধু তুলসী পাতা।

অপ্রাপ্তির গঙ্গাটা ক্রমশঃ পাড় ভাঙতে ভাঙতে
নিজেই ভঙ্গুর হয়ে পড়বে।
সেদিন গ্রহণ আরো দীর্ঘস্হায়ী।
যেদিন সত্যি সত্যিই গ্রহণ করতে শিখবে
সেদিন সত্যিই গ্রহণ কেটে যাবে।

সেদিন ক্ষণিকের গ্রাসের ভয়ে
চাঁদ মুখ লুকাবে না মেঘের আড়ালে।
সেদিন আকাশ ও মেঘমুক্ত থাকবে।
চাঁদ নিজেই অপেক্ষা করবে গ্রহণের
কারণ সেদিন সে গ্রহণ করতে শিখে গেছে।

Loading

Leave A Comment