Site icon আলাপী মন

আমাকে অন্তরে রেখো না

আমাকে অন্তরে রেখো না

-অমল দাস

আমাকে চিনিও না তুমি

আমি অখ্যাত হয়ে বাঁচতে চাই,

কাঠের নয় কাগজের নৌকা হয়ে

আমি বৃষ্টির জলে ভাসতে চাই ।

 

আমাকে খুঁজিও না তুমি

আমি অন্তরালেই থাকতে চাই,

তুমি নয় নিভৃতে নিঃসঙ্গ বুকে

আমার একাকীত্বের সাথে লড়াই চাই ।

 

আমাকে চেয়ো না তুমি

আমি দুরত্ব রেখেই চলতে চাই ,

অপবাদ নয় বিশ্ব জুড়ে নাম দিতে

আমি চিরকুটে তোমায় লিখছি তাই ।

 

আমাকে অন্তরে রেখো না তুমি

আমি একলা নদী কিনারে বসতে চাই,

রোদনে নয় বাউলিয়া সুর কণ্ঠে ধরে

আমার আমিকে প্রকৃতির মাঝে হারাতে চাই।

Exit mobile version