Site icon আলাপী মন

অন্তর্বাহি

অন্তর্বাহি
-শ্রী ভট্টাচার্য্য দে

একটা সমুদ্র দেখতে ইচ্ছে করে।
একটা সমুদ্র, যাতে নোনা জলের ঢেউ নেই।
যার কোলে ভেসে গেলে দূর দিগন্তে
আকাশ ছুঁয়ে ফেলা যায়।
যেখানে ঝিনুকে ঝিনুকে আদুরে আলাপন।

আমার কাছে একটা সুপ্ত আগ্নেয়গিরি আছে।
অগ্নুৎপাত হয়না এখন আর।
কিন্তু অন্তরে তপ্ত লাভার গরম আশ্বাস অটুট।
যেকোন দিন জ্বালামুখ ফাটিয়ে,
দেহচূর্ণ করে চ্যুতিপথ বেয়ে বেরিয়ে আসবে-
উত্তপ্ত তরল।
অপেক্ষা শুধু সময়ের।

তারও আগে,
ওখানে একটা সাজানো উপত্যকা ছিল জানো!
কবে যেন এক ভূমিকম্পে এমন পরিবর্তন।

সেই সাগরটার সন্ধান পেলে জানিও।
মৈনাকের মত, আমিও ডুবে যাব গভীরে।
তারপরদিন,
একটা মৃত পাহাড় ইতিহাস হয়ে যাবে।
সেদিন আমিও নিখোঁজ।
নিঃসঙ্গতা আর খুঁজে পাবেনা আমাকে।

Exit mobile version