শুধু এক পরিচয়
-রুদ্র প্রসাদ
অখণ্ড এ “ভারতভূমি”……
খণ্ডে খণ্ডে প্রদেশ ভাগ,
শতাধিক কোটি সন্তান তার,
রন্ধ্রে রন্ধ্রে হিংসা – রাগ !
ভিন্ন ভিন্ন ধর্মবিশ্বাস মাঝে ;
ছিটে ফোঁটা জাত বিচার,
ভিন্ন ভাষা-ভাষীর সংস্কৃতিতে,
গরমিলেরই মোতিহার !!!
হরেক রীতির হরেক মানুষ,
বিবিধ নিয়ম, বিবিধ বাস !
কষ্টে-সৃষ্টে দিন কেটে যায়,
মনে তবুও উচ্চ আশ !!!
ঘরোয়া কোন্দল লেগেই আছে,
গুলিগোলারও বিরাম নেই ;
নেতৃবর্গের মুখে ফাঁকা বুলি ছাড়া,
কাজের কোনও বালাই নেই ।
যতই থাক হানাহানি, রেষারেষি,
যতই বা থাক হিংসা – দ্বেষ ;
সবাই জানি, এই আমার জন্মভূমি,
“ভারতবর্ষ” আমাদের দেশ ।
এইখানেতেই ঐক্য মোদের,
এক সাথেতেই সবাই হাসি ;
বিশ্বমাঝে এক পরিচয় —
আমরা শুধুই “ভারতবাসী” ।