
ইনসাইট
ইনসাইট
-নবনীতা সরকার
নিঃশব্দে বয়ে চলাই নদীর ভবিতব্য।
আকাশ সে যতই ছলকে দিয়ে যাক,
পাহাড় সে যতই আগুন ছড়াক,
-এঁকেবেঁকে ভালোবেসে চলা
তার জীবনিশক্তি,স্বাভাবিক ধর্ম।
যে নদী চলতে চলতে
হারিয়ে ফেলে পথ,বা হঠাৎ শুষ্কতায় ঢাকা পড়ে,
তার ও অনন্ত ধর্ম -পথিকের পা টুকু ভেজানো।
সে জানে,এতে সে ঘেঁটে যাবে নিজেই,
ঘোলা হবে,
শহুরে বিষাক্ত ছোবল তাকে নর্দমায় পর্যবসিত করবে।
তবু সে পেতে রাখে বুক পথের অভিমুখে।
কোন মহাকর্ষজ বলে?
একদিন আকাশ এসে অঝোরে ভরাবে,
পাহাড় ও ধুয়ে নেবে যত কাঠিন্য-
তার শীতলতা কে আপন করে।
এটাই অন্তর্দৃষ্টি। ল অফ গ্র্যাভিটেশন।
দিয়ে যাওয়া যেখানে পূর্ণতার ই ব্যাপ্তি বোঝায়,
অপেক্ষা সেখানে এক অমোঘ জীবনদর্শন। ।

One Comment
Rana chatterjee
এক অপূর্বতা