কবিতা

বহুরূপী

বহুরূপী
-সম্পদ দাস

মশগুল আমার দিল,
তাই সেজেছি কোকিল,
আমি কাকের বাসায় পাড়ি ডিম,
সাথে রয়েছে ডুয়েল সিম।

 

গৃহিণীর কাছে সাজি স্তৈন্য,
পরস্ত্রীর প্রতি নইকো মৌন,
মাছ ঢাকতে ব্যবহার করি শাক,
যদিও বাড়ির বাইরে আমি বাঘ॥

 

বেশভূষায় কদর রাখতে জানি,
গৃহিণীর সাজসজ্জায় একটু অভিমানী,
পারফিউমের উড়ন্ত সুবাসে,
আমার কচি মন খিলখিলিয়ে হাসে।

 

আমার মনের বয়স আজও ষোলো,
জানি না কি যে এমন হলো,
ট্রেনে বাসে দেখলে কোন নারী,
আমি হয়ে যায় আদতে আনাড়ী।

 

আমার মন যে উরুউরু,
শ্রমেতে বুক করে দুরুদুরু,
পাগলা হওয়ায় ভেসে যায়,
আমি অবাক চোখে চায়।

 

গৃহিণীর কাছে আমি গোবেচারা -ভদ্র,
আমি সমাজের চোখে লম্ফট -অবাধ্য,
শুধুই গিরগিটির মতন বদলাই রঙ ,
প্রতিনিয়তই সেজে চলেছি হরেক সঙ।

Loading

Leave A Comment

You cannot copy content of this page