অবগাহন
-রাণা চ্যাটার্জী
জ্যোৎস্না দেখে আমার এ-মন প্রেম যমুনায় ভাসে
অলক্ষ্যেতে, প্রেম-দেবতা তাই না দেখে হাসে।
চাঁদের আছে কলঙ্ক জানি ,জ্যোৎস্নার মুক্ত হাসি,
অন্তরাত্মা হে প্রেম দেবতা,তোমায় ভালোবাসি ।
তোমার প্রেমে কৃষ্ণ চূড়া ,মাতাল প্রেমের বাঁশি,
উথাল পাথাল তোমার ছোঁয়ায়,হয় মন উদাসী।
হৃদয় তুফান , জোয়ার ভাঁটা হটাৎ আসে প্লাবন,
উদাস চোখে মেঘ বালিকা আছে এখন কেমন?
মেঘ বালিকা জ্যোৎস্না রূপে সঙ্গী হলো চাঁদের
ওই শোনা যায় কৃষ্ণ বাঁশি , প্রেম বিরহ ফাঁদের ।
স্বপ্ন প্রেমিক,দৃপ্ত পুরুষ চাঁদ,ভুবন ভোলানো হাসি,
ও চাঁদ চলো মায়াবী আকাশে,সাঁতার কেটে আসি।