আলো

আলো

-নীলোৎপল সিকদার

 

 

দেখেছি স্থূল ইন্দ্রিয় ভোগের ক্লান্তি,
অবিরত ভোগে ইন্দ্রিয় শিথিল- অকেজো,
এমন মহা মুর্খ সুখ মন না চায়,
মন চায় অস্তিত্বহীন–অস্তিত্বময়
হৃদয় ফুলবন…

মন তো অমল ধবল জোছনা
আলোর মধুর সরোবর,
যেখানে স্নেহ-মায়া-মমতার ফল্গুধারা
নীরবে নীরবে বয়ে বয়ে যায়,
সে মধু স্রোতে ভাসাও ভাসাও
স্থুল ইন্দ্রিয় সুখে নয়…

যে হৃদয়ে রাগ-অনুরাগের পুষ্পধারা
ভালোবাসার অমল মধুর স্বপ্নভরা,
সেই মনবাগিচার ফুলদোলায় দোলাও দোলাও
স্থুল ইন্দ্রিয় সুখে নয়…

স্থুল ইন্দ্রিয় মাংস গন্ধভরা
ক্ষণিক মাতাল মাদকে গড়া,
মিটে গেলে পিপাসা-আর না চায়,
অস্বস্তির বিরক্তিতে মন চঞ্চল হয়,
মায়া-মমতা-স্নেহ-আদর-ভালোবাসা
মন যত পায় ততো আরো চায়,
পিপাসা কখনো ফুরায় না
এ চাওয়ার নেই তো কোন শেষ,
স্থুল ইন্দ্রিয় তৃপ্তি নাইবা দিলে
ও সে যে চির দুঃখভরা…

বাস্তব অস্তিত্বহীন যা কিছু -অনুভব অনুভূতিময়,
সেই তো চিরসুন্দর চিরমধুময়
প্রেমময় আনন্দধারা,
সেই ধারায় আমায় ডুবাও ভাসাও
তুচ্ছ ইন্দ্রিয় সুখে নয়…

Loading

Leave A Comment