ভুল বুঝনা
-অপর্ণা রায়
বন্ধু আমায় ভুল বুঝোনা,আজকে সু -প্রভাতে,
একটুকু সুখ নেই যে আমার, যা দেব তোমার হাতে।
হয়তো পাখির কলতানে জাগবে না আজ ভোর,
হয়তোবা ঐ রবির কিরণ খুলবেনা আজ দ্বোর।
হয়তো দীপ জ্বালবে না আর রাতের ধ্রুবতারা,
কোন সে ছায়াপথের দেশে,আমি যে পথহারা।
স্বপ্ন আমার হারিয়ে গেছে দূর ভুবনের পারে,
চলবো শুধু একলা পথে,আনবো খুঁজে তারে।
অমানিশা বিনাশ করে সত্যের দীপ জ্বালি,
দুহাত ভরে আনবো প্রভাত, দেখবে দুচোখ মেলি।
সেদিন তোমার বাতায়নে ছড়িয়ে সোনার আলো,
বলবো প্রিয় বন্ধু, আমায় একটু বেসো ভালো।