নো এন্ট্রি

নো এন্ট্রি
-ঋভু চট্টোপাধ্যায়

 

 

এই যে নো এন্ট্রি,
এখান থেকে আরো বাঁ দিকে বা
ডানদিকে গেলেও সেই এক।
তখনই ডানার কথা, মেঘের কথা,
অথবা বৃষ্টির কথা মনে আসে।
জমাট ধুলোবালি কণা সরিয়ে বুক চিত করে
একটা শরীর একটি নো এন্ট্রির রাস্তায়
পা ফেলে একটু স্বাধীন ভাবে হাঁটবে,
এর থেকেও বড় গণতন্ত্র ?

Loading

Leave A Comment