কবিতা

পাঁচমিশালী

পাঁচমিশালী
-নবনীতা সরকার

 

 

আজ কি খেলে?
পাঁচমিশালী আদুরে পদ?
ফোড়নে ফোড়নে ছোঁ ,
গরমমশলা কমপ্লিমেন্টারি।
উত্তপ্ত হেঁশেলের চারধার-কড়াই আঁচে পোড়ে।
মিলেমিশে থাকে শুকনো আর্দ্র সব্জিরা
গায়ে গায়ে। শিরায় শিরায় নির্যাস খোঁজে পরিবর্তন।
একেই হয়তো বলে ট্রান্সফর্মেশন।
যে পরিবর্তনে ফিরে আসা নেই।
আছে শুধু স্বাদ নিজেকে ভেঙে চুড়ে মুক্ত করবার।
জিহ্বার রসনা তৃপ্তিতেই তো সার্থকতা
পাঁচমেশালীর।
আর এই সার্থকতাকে অস্তিত্ব করবার জন্যই তো বার বার তার নিঃশেষ হওয়া। ।

Loading

Leave A Comment

You cannot copy content of this page