দুচোখের বৃষ্টিতে ভিজে ভিজে

দুচোখের বৃষ্টিতে ভিজে ভিজে
-সুধাশ্রী মণ্ডল

 

 

আষাঢ়ে মেঘ কাজল ঘন
আমার আকাশ মৌন মুখর
প্রথম ফোঁটার গান টাপুর টুপুর
ভেজালো চোখ বিষাদ বিধুর !

 

ঝোড়ো হাওয়ার ছন্দ বুকে
সোঁদা মাটির গন্ধ সুখে
শ্রাবণ স্নিগ্ধ রজনী গন্ধায়
মুগ্ধ চোখও যে বর্ষাস্নাত!

 

তুমিও কি হায় নিদাঘ প্রহর
আলগোছে মেঘ ছিটে ফোঁটায়
চোখের ছাদে ইচ্ছে বৃষ্টি
আইরিশে মন মুক্তো ঝরাও !!

Loading

Leave A Comment