Site icon আলাপী মন

ধিক্কার

ধিক্কার
-প্রবীর রায় 

স্বাধীন ক্ষণে দ্বন্দ্বে লিপ্ত আমার ভারত নবীন
যুদ্ধের নামে ভ্রান্তি বিভ্রাট ভয়ঙ্কর আজ সুদিন।
সাইবার সিস্টেম অস্ত্র প্রথম কোটি মানুষ সামিল
দুষ্কৃতীরা বিষ ঢেলে দেয় গ্রুপে গ্রুপে কাতিল।
উসকে দিয়ে হানছে আঘাত করছে বাজিমাত
আমার দেশ আজ যে ক্ষত মাথায় দ্রোহীর হাত।
মরছে-মারছে দক্ষ সেনা আব্রু বাঁচাতে সবাই
আমরাই পালছি আততায়ী রাখছি গোপন নির্ভয়।
সবার রক্তে ভারত গাঁথা আমরাই গুণ্ডা বদমাশ
ভুলছি কেন ? ভারত মাযে সবার প্রিয় নীড়-বাস।
হচ্ছি বড় মায়ের কোলে গাইছি পরদেশ গান
ছি-ছি ধিক্কার নিজেকে -নিজেই বলতে ভারত প্রাণ।

Exit mobile version