দানপত্র

দানপত্র
-কৃষ্ণ বর্মন

 

 

আমি এত দিয়েছি।
উনি অত দিয়েছেন।
গুরুদেব এত এত দিল।
তিনি এত দিয়ে প্রমান করলেন
যে তিনি কত বড় মাপের মানুষ!

 

সত্যিই মন কতটা বড় হলে
এত এত দেওয়া যায়!
ক্ষতিটা হয়েছিল বলেই না
এই ভারত জানতে পারছে
এই পৃথিবীতে কত মহান মানুষের বাস!

 

তাহলে কেন যে কবিরা এত
নেই নেই বলে;
কেন যে লেখকরা অসন্তোষের কালিতে লেখে
হবেনা;এদের দ্বারা কিছু হবেনা;
কে জানে।

 

দিতে দিতে যেদিন ক্ষতি পূরণ হয়ে যাবে
যেদিন অভাব থাকবে না আর কোনো দিকে
সেদিন এই দাতা বিধাতারা
কোথায় দেবেন?
কাকে দেবেন?
কেন দেবেন?
অথচ দিতে তো তাঁদের হবেই।
না দেওয়াটা যে এক প্রকার দ্রোহিতা!
দানপত্র লেখা হোক বিজ্ঞাপনে-প্রচারে
থাকুক বা নাই থাকুক গ্রহীতা।

Loading

Leave A Comment