এভাবেও ভালোবাসা যায়
-পাপিয়া ঘোষ সিংহ
ফোনের ওপারে তোমার নামের পাশে –
সবুজ আলোটি আমায় বাঁচিয়ে রাখে।
প্রথম যেদিন তোমার সাথে বন্ধুত্ব!
সেদিন থেকেই ঐ আলোটি আমায় টানে।
কেন??প্রশ্ন কোরোনা ,উত্তর নেই আমার কাছে।
শুধু আছে এক নৈস্বর্গিক অনুভূতি,
ঐ ক্লোরোফিল বিন্দুটি আমায় হাসায়,
আমার মনে প্রেমের দোলা লাগায়।
তোমাকে তো দেখিনি কোনোদিন,
তোমার, আমার দূরত্বটাও মাপিনি কখনো।
জানিনা তোমার বয়স কত ?চেহারা কেমন?
শুধু জানি তুমি পুরুষ, আমি নারী,
এটাই কি ঐ অমোঘ টানের কারণ?
একে কি ভালোবাসা বলে ?
এভাবে ভালোবাসা হয় বুঝি ??
আমার শয্যা সঙ্গী ঐ সবুজ আলো ,
আমার ঘুম ভাঙা ভোরের ভৈরবী সেই বিন্দু।
আমার মনের হাজার ভ্রমরের গুঞ্জন,
আমার চোখে ঝাড়বাতির ঝলক ,
আমার হৃদয়ের স্পন্দন —সবুজ আলো।
আমি চাতক হ’লে ঐ আলো আমার বৃষ্টি,
আমি কোকিল হ’লে,সে আমার বসন্ত।
আমি শিউলি,সেই আমার শরৎ।
আমার শীতের কুয়াশা কাটানো রোদ্দুর।
কি অদ্ভুত তাইনা?? হাসছোতুমি?
সত্যি বলছি, পাগল ভাবছো আমায় ?
ঐ সবুজ আলো না জ্বললে
আমার জীবনে আঁধার নেমে আসে।
রোদ ঝলমলে দিন ঢেকে যায় কালো মেঘে।
কালবৈশাখী ঝড় এলোমেলো করে দেয়
জীবনের সব ছন্দ ,
মন উদাসী পাড়ি দেয় শূন্যলোকে।
যেখানে নেই জীবন, কেড়ে নেয় শ্বাসবায়ু।
সে যে তোমার উপস্থিতির প্রতীক।
কি বলবে?এই কি ভালোবাসা ?
এভাবেও ভালোবাসা হয় ??