বন্ধুত্ব
-রেহানা দেবনাথ
বন্ধু মানে হাজারো কষ্টে ঠোঁটে হাসি
দুঃখে তার বেদনার সাগরে ভাসি।
বন্ধুর আনন্দে উৎফুল্ল হয় মন
সে হলো সবচেয়ে কাছের জন।
বন্ধু মানে একটুতেই অভিমান
বিনা দ্বিধায় দেওয়া যায় নিজের প্রাণ।
বন্ধু মানে মাঝে মাঝে খুনসুটি
সে হলো জীবনের এক খুঁটি।
বন্ধু হলো ধর্ম বর্ণ জাতপাতের উপরে
টক ঝাল মিষ্টি সম্পর্ক বন্ধুত্বের।
বন্ধুর বিপদে দুর্ভেদ্য ঢাল হয় বন্ধু
তার কারণে পার হওয়া যায় গঙ্গা কি সিন্ধু!
বন্ধুর কারণে স্বর্গ নরক এক হয়ে যায়
বন্ধু বিনা পৃথিবীতে বেঁচে থাকা দায়।
হাসি মুখে বিদায় নিতে বন্ধুর কারণে
খুঁজে পাই তার ভালো আমার মরণে!
বন্ধু হলো খুশি থাকার চাবিকাঠি
বৃদ্ধ বয়সে সঙ্গে হাঁটার লাঠি।
বন্ধুর হলো গভীর হৃদয়ে বাস
সব হারিয়ে নতুন করে পাবার আশ।
বন্ধু মানে এক আকাশের তারা
বহমান সমুদ্রে স্রোতের ধারা।
বন্ধু হলো সোজা হয়ে দাঁড়ানোর অবলম্বন
দুর্গম পথ এগিয়ে চলার আস্বাফলন!
বন্ধু হলো কুপথের বাধা পর্বত সমান
একসাথে পথ চলা বন্ধুত্বের টান।
সব সময় বন্ধু যদি থাকে পাশে
সেই প্রবাহিত হয় নিঃশ্বাসে প্রশ্বাসে ।
কখনো আবার সে থাকে অন্তরালে
অস্তিত্ব তার থেকে যায় তিনকালে!
বন্ধু কখনো কখনো হয় শিশুর মতন
সময়ে সময়ে করতে হয় তার যতন।
তার উপস্থিতি যদি হয় স্নিগ্ধ শীতল
সেই বন্ধু সুখে দুঃখে থাকে চিরকাল।
ঝোড়ো বাতাসের মত বন্ধু হলে
অভাবের সময় বন্ধু যায় চলে।
বন্ধুরা থেকে যায় স্মৃতির অতলে
চোখের কোনে রয়ে যায় অশ্রু জলে।
থাকে না যখন বন্ধু আশেপাশে
ছবি ভেসে ওঠে তখন মনের ক্যানভাসে।
বন্ধু আনে জীবনের পূর্ন্যতা
বন্ধু বিনা হৃদয় জুড়ে থাকে শূন্যতা
ধন্যবাদ
বন্ধুত্বের বন্ধন হোক চিরজীবি। ধন্যবাদ