Site icon আলাপী মন

খানিকটা লাল

খানিকটা লাল

-রাখী সরদার

 

 

লাল সিল্কের শাড়ি
ম্যাচিং হাত কাটা ব্লাউজ
যেন দুধ আইসক্রিম গলে গলে পড়ছে
ভিতরের অনুভূতির সুইচগুলো অন
লাল সিগন্যালে পা বাড়িয়োনা চাঁদু…
থাপ্পড়ে মুণ্ডু ঘুরিয়ে দেবে
রোমাঞ্চিত যমুনাকে ব‌ইতে দাও বাপু ,
অচেতনে খানিকটা লাল পকেটে ভরে
বাড়ি ফিরি
সাবান জলে সাফসুতরো হয়ে বাইরে আসি
একি! আয়না এত লাল কেন?
ধূম আকাশে উড়ন্ত চাঁদ ও দেখছি রক্তলাল ছায়ামুহুর্ত কাল অবধি ছুঁইছুঁই লালে
চর্যা গাঁথব।

Exit mobile version