মাননীয়

মাননীয়
-কৃষ্ণ বর্মন

 

 

যদি সব মেনে নিতে পারো
যদি মানিয়ে নিতে পারো সব
তবেই তুমি মাননীয়
তোমার মৌনতা মূর্খতাকে প্রশ্রয় দিলে
তুমি মুখরিত উল্লাসে মুখ্য
বিরোধিতা তারাই করে
যাদের বোধ নয় অতীব সূক্ষ্ম।

তোমার সম্মতিই তোমার সদ্গতি
তোমার মতামত তোমার বিপদ
তুমি তখনই বাঁচার মত বেঁচে আছো
যখন মস্তিষ্ক তোমার মৃত
যদি সকলেই তোমার কাছে নগন্য হয়
তবেই হবে তুমি গন্য
তখন তুমি সত্যিই মাননীয়
যদি মান্যকে কর অমান্য।

Loading

Leave A Comment