তাকিয়ে থাকা শব্দ

তাকিয়ে থাকা শব্দ

-নীলোৎপল সিকদার

 

 

চোখ ভরা কথা হয়ে শব্দরা তাকিয়ে থাকে
হৃদয় থেকে চোখে–গলায়,
কিছু শব্দ তাকিয়ে থাকে-অনুচ্চারিত,
উচ্চারিত হওয়ার প্রবল আকাঙ্খায়
শব্দরা কেবল তাকিয়ে থাকে…

শব্দরা তাকিয়ে আছে আলো-আঁধারি
গুহা জীবন থেকে নগ্ন গায়ে,
উদোম গায়ে গুহা জীবন ছেড়ে
সূর্য রশ্মির আলোকিত আকাশ তলে
বেড়িয়ে আসার ক্রমবিকাশের কাল থেকে
শব্দরা ভাষা হতে তাকিয়ে আছে…

আদিম জীবনে ঝিনুকের মালা গলায়
নৃত্যরত পায়ের ছন্দ থেকে তাকিয়ে আছে,
পশু শিকারের আদিম পাথুরে অস্ত্রের ভোঁতা ধারে,
তীর ধনুকের সাঁ সাঁ আওয়াজ হয়ে
শব্দরা তাকিয়ে আছে আজও
বলি বলি করে বলা হয় না…

আলোকিত সভ্যতার সুললিত ভাষার পোষাকে
শব্দরা তাকিয়ে থাকে লজ্জা আর সংকোচে,
ভালোবাসি দুটি শব্দ আজও লজ্জাবনত
কিছুতেই সহজে উচ্চারিত হতে চায় না,
কেবল চোখ মেলে তাকিয়ে থাকে…

Loading

Leave A Comment