Site icon আলাপী মন

অনিচ্ছেপূরণ

অনিচ্ছেপূরণ
-সঙ্কর্ষণ

বর্ষার শেষ কালটা শরৎ
গন্ধটা পূজো পূজো,
নেইগুলো শুধু গুনতে না বসে
আছেগুলো আগে খুঁজো।

লালরঙা পচা, নীলটাও বাজে
চাই নয়া জামা জুতো,
কোথাও ফুটেতে সদ্যোজাতরা
কেউ পায়ে হাতে খুঁতো।

বিরিয়ানী পড়ে কারোর পাতেতে
কারোর কপালে ফ্যানা,
কেউ সারাদিনে আধপেটা খাবে
কেউ মোগলাই খানা।

শোকেতে এখনো মেয়েটির বাবা
বালিশ ভেজায় রাতে,
হারিয়েছে কোনো অভাগা
প্রেমিকা, পথদুর্ঘটনাতে।

কেমনটি আছে সীমন্তিনী সে
সীমান্তে স্বামীহারা,
অরির গুলিতে দেবতা যাহার
দূর আকাশের তারা।

বন্যাতে যার ভেসে গেছে কুঁড়ে
ওপরওয়ালার রোষে,
মনে রেখো কবি কেঁদেছো তুমিও
তবে, এসি ঘরে বসে।

লিখতে তো পারো তাতে থাকো খুশী
শুনে রাখো ওহে কবি,
কবিতায় বাঁচো, কবিতায় থাকো
কবিতাকে করো হবি।

এমনি করেই লম্বা তালিকা
মেটেনা চাহিদাগুলো,
আছেগুলো দেখে নেইগুলো নয়
এবারের মতো ভুলো।

Exit mobile version