Site icon আলাপী মন

আল্টিমেটাম

আল্টিমেটাম
– রীণা চ্যাটার্জী

 

 

নদীর পাড়ে পলি জমে গড়ে ওঠে নগর
সভ্যতা, বিজ্ঞানের বীজে ধ্বংসের আকর
বিষাক্ত খেয়ালী বশে অকাতরে বিলিয়ে বিষ
পর্বতের আকারে চারপাশে স্তূপীকৃত রাবিশ।
পরিসংখ্যান তুলে ধরে সাজানো সব বুলি
অনায়াস মিথ্যার ভারে, ভারী হয়ে গেছে ঝুলি,
দায় এড়িয়ে চলে যাওয়া এক আঙুল তুলে
নেই বোধ, বাকী তিন নিজের দিকেই বলে।
ইতিহাস, ঐতিহ্য অবাক! পায়না তো দিশা
স্বপ্ন? কালো মেঘের আবডালে ঘেরা তমসা,
অগ্ৰগতি উন্নতি অগুণতি, সব বিজ্ঞানের দান
মাতৃগর্ভ- মাতৃদুগ্ধ সুলভে, শুধু দামী বিজ্ঞাপন।
ধ্বজাধারী, বেশধারী তর্জনীতে শাস্ত্রবুলি বলে
মানবতার স্বরূপ ভুলের মোহে গেছে রসাতলে,
ধর্ম আসে নতুন মোড়কে রাজনীতির হাত ধরে
আচারণ, স্বাধীনতা, সাফল্য সব বদ্ধ শীলমোহরে।
আপন ব্যতীত মানবিকতা সবার কাছেই খোঁজা
সমালোচনায় কথামালা অনর্গল, ভীষণ সোজা
অনাচারের অভিযোগ জমে জমা বারুদের স্তূপ
হারিয়ে গেছে শুভকামনার শুভেচ্ছা সুগন্ধ ধূপ।
অনেক তো হলো নির্বিকারে নির্বিবাদী থাকা
নবমন্ত্র সাধনে যায় না কি মানবতাকে ডাকা?
অবক্ষয় মুছে দিতে হোক চেতনার পোস্টমর্টেম
অন্যকে নয়, নিজের জন্যই থাকুক আল্টিমেটাম।

Exit mobile version