মিশ্রিত অনুভূতি

মিশ্রিত অনুভূতি

-অমল দাস

 

 

কলমটা খুঁজে পাচ্ছিনা

পেলাম কিছু নথি,

কিছু যুদ্ধের ধ্বংসাবশেষ

কিছু মিশ্রিত অনুভূতি।

 

ভোরের কিরণ বাতায়নে

ভিটামিন নেয় কায়া,

কর্মহীনদের নিদ্রা হরণ

মুখে দুর্ভিক্ষের ছায়া।

 

খবরে চোখ চায়ে চুমুক

মহল্লায় তীব্র কিছু চর্চা,

অমরনাথে বরফের খেলা

সীমান্তে গুলির খরচা।

 

ঘরের ভিতর ঝুলে ভরা

ঝুলছে জীর্ণ স্মৃতি,

শব্দের লড়াই কুরুক্ষেত্রে

তীরে গাঁথা সম্প্রীতি।

 

আকাশ গাঙে মেঘের ঘটা

প্রবল জলের বন্যা,

লোক দেখানো মানব প্রীতি

নারীর বুকে কান্না।

 

কার্বনে সব সবুজ কালো

সালোক-সংশ্লেষে বাধা  ,

রূপের মোহে কলির কৃষ্ণ

সকল রূপসী-ই রাধা।

 

রোজ ঘটনায় রক্ত গরম

ফের উপায়হীনে শান্ত,

ভোগ ভোগীদের তীক্ষ্ণ দাপট

তবু কীটপতঙ্গ জ্যান্ত।

Loading

Leave A Comment