Site icon আলাপী মন

ছাতা উড়ে গেলে

ছাতা উড়ে গেলে
– রাখী সরদার

 

 

আগুন রোদে ছাতা উড়ে গেলে —
সংগোপনে চোখ যায় নাভিমূলে।

যদি শাড়ি উড়ে যেত!!  তাহলে ?

রিনরিনে স্নায়ুতন্ত্র আছাড় খেত,
সিলেবাসের পাঠ ভুলে হাওয়ায়
মদালসা হৃদয়ের গভীরে ডুবে যেত হাত।

ছাতা তুমি উড়ে যাও গ্যালাক্সির পথে ।

নক্ষত্র নেমে আসুক স্তন্যদায়িনীর বাহুডোরে
স্তিমিত আলো দ্রবীভূত হোক অমৃত সুধাজলে।

ছাতা তুমি উড়ে যাও বারে বার।

Exit mobile version