প্রতিশ্রুতি
-শ্ৰী ভট্টাচার্য্য দে
কথা দিয়েছিলে ছোট বড় সব বাঁকেই এমন
থেকে যাবে তুমি, আগেও ছিলে যেমন।
নির্লিপ্ত ভালোবাসা অঙ্গে কিছু মেখে,
কিছুটা বুকপকেটে সামলে রেখে-
পরিচিত সময়ের মাঝে,
চিঠির ভাঁজে
দেরাজে।
আজ
অনেক কাজ!
অফুরান নাটকীয় সাজ,
ব্যস্ততার মোড়কে ঢাকা মন
আলোকিত রাস্তায় হেঁটে চলে অকারণ।
হয়ত কথার কথাগুলো, হারিয়ে গেছে ভিড়ে;
কিংবা হেরেছ তুমিই, কোন প্রয়োজনহীন প্রেমের নষ্টনীড়ে!