মোরা ভাই ভাই

মোরা ভাই ভাই

-রাজীব লোচন বালা

 

 

মোরা সবে ভাই ভাই, সাম্যের গান গাই
একই মায়ের শ্রীচরণে মোদের হবে ঠাঁই।
সাম্প্রদায়িকতার অনল ঢেলে
করছে যারা প্রহার,
একই সাথে “দুই কুসুম” উঠবে একদিন ভাই
সেই দিবসে পালাবে তারা করে হাউ- মাউ।

হিন্দু বলো মুসলিম বলো সবাই মোরা ভাই
মহম্মদ তার সাম্যের প্রাণ শ্রী কৃষ্ণ তার জান।
একই গাছে ফলগুলি যেমন ধরে মৃত্তিকায়,
একই মাতার সন্তান মোরা, বুঝলে কি-না তাই।
পাংক্তেয়তা বচসা করে মোদের কিবা লাভ ?
সাম্যের বাণী বিশ্বমাঝে ছড়াই এবার ভাই।

চিনির মাঝে মিষ্টি যেমন লুকায়িত রয়,
হিন্দুর মাঝে মুসলিম তেমন হৃদ মাঝারে রয়।
ঢালছে বিষ মোদের মাঝে
বুঝেও বুঝছি না মোরা ভাই!!!
ভাই ভাই যদি চলে হাতটি ধরে, একই পথে
যত কাঁটা সব উপড়ে যাবে,
জীবন মোদের সুন্দর হবে,
শান্ত- সাম্য একই সাথে মিলবে গলে ভাই।

ভাই ভাই চলে যদি এই কায়ানাতে,
কার সাধ্য আছে এমন,যে করবে মোদের ছাই।
একই প্রাণে জীবন মোদের একই প্রাণে জান
একই বৃন্তে দুটো কুসুম, মোরা ভাই ভাই।
এক পলকে মিলব মোরা, এক পলকে মরবো
একই ডালে বাঁধব বাসা একই স্কুলে পড়বো।

একে অপরকে জানবো মোরা একে অপরকে বুঝবো,
একই সাথে গড়বো মোরা একই সাথে চলবো।
ভাই ভাই প্রাণের ডাক, পাব আনন্দ বুকে
হাতে হাত, বুকে জড়িয়ে ধরে,
মোরা ভাই ভাই, বলে মোরা হব একাকার মন-প্রাণ দিয়ে।

Loading

One thought on “মোরা ভাই ভাই

  1. সাম্প্রদায়িক সম্প্রীতির ভাবনায় এ এক অসাধারণ কবিতা। ভীষণ ভালো লাগলো ।

Leave A Comment