Site icon আলাপী মন

কি উপহার দিই বল তো ?

কি উপহার দিই বল তো ?
-সুমিতা পয়ড়্যা

 

 

কি উপহার দিই বল তো !
রয়েছে একটা ভাঙাচোরা মন,
আর আছে অশ্রু ভেজা দুটি নয়ন।
উদাসী হাওয়ায় আছে পাগল করা ভালোবাসা।
ব্যথাহত ধু ধু মনে শুধু রুক্ষতা;
বল না কি উপহার দিই তোমায় !
এ মন শুধু তোমাকেই ভালোবাসে।
সব ভুলে ছুটছে ব্যাকুল হৃদয়,
শুষ্ক রুক্ষ মন ভিজতে চায় বারংবার
সবুজ ঘেরা তোমার উপত্যকায়,
আগের মনটা কোথায় যেন হারিয়ে যায় !
ভাঙা মন,অনেক ভয় ঘিরে রয়
তবু ভালোবাসা সেটা তো আছে আমার,
বল না কি উপহার চাই তোমার !
উজাড় করে দিতে পারি এ জীবনটাকে—
উজাড় করে দেব এ মনটাকে—
উজাড় করা ভালোবাসা সেটাও দেব—
শূণ্য হাতে যেও না ফিরে,যখন এসেছ মোর দ্বারে।
শূণ্য চোখে শুধু চেয়ে রব মায়ার বাঁধনে
ভালোবাসার উপহার নাও দুহাত ভরে।
তুমি তো সব জানো,সবই যত্নে সাজানো
চিড় ধরা হৃদয়ে,গোপন ক্ষতে সব জমানো।
তবু বলি,বল না কি উপহার দেব তোমায় !
ক্ষণিকের দেখা কত চেনা তুমি নীলাকাশে,
অন্তরে তুমি বাহিরে তুমি সব উপহারে উপহারে।

Loading

Exit mobile version