Site icon আলাপী মন

দায়িত্ব কর্তব্য

দায়িত্ব কর্তব্য
-প্রতিভা দে

দায়িত্ব সাথে কর্তব্য কথাটা জুড়ে যায়।
দায়িত্ব কথা টা বোঝায় কোন কাজের ভার নেওয়া
দায়িত্ব নিয়ে কাজ করা বলতে
কোন কাজ বিশেষ যত্ন নিয়ে করা।
মায়ের দায়িত্ব সংসার চালনা
বাবার দায়িত্ব রোজগার ,ছেলে মেয়েদের প্রতিষ্টা করা ঠিক দিশা দেখানো।
দায়িত্ব আসলে কর্তব্য আসে।
আবার কিছু ক্ষেত্রে দায়িত্ব না থকলে ও কর্তব্য থেকে যায়
যেমন আত্মীয় দের প্রতি
দায়িত্ব না থাকলেও অতিথি
হিসাবে আসলে কর্তব্য থাকে।
স্কুলে শিক্ষক দের দায়িত্ব ও কর্তব্য থাকে।
কোথাও কোন প্রতিষ্ঠান তাদের
দায়িত্ব কর্তব্য থাকে যেমন তাদের লক্ষ্য।
দায়িত্ব কর্তব্য ঠিক মত না করলে
কোন কাজ সুফল দিতে পারে।
সকল কাজেই দায়িত্ব বোধ
থাকলেই কর্তব্য ও ঠিক ভাবে করা যায়।
সমাজের প্রতি ,দেশের প্রতি প্রত্যেকের কর্তব্য রয়েগেছে।
যদিও সবাই দায়িত্ব নিতে পারে না।

Exit mobile version