ভুলের নাম নিয়তি

ভুলের নাম নিয়তি

-পাপিয়া ঘোষ সিংহ

উন্নয়নের নেশায় মত্ত

এই ধরণীর অধিবাসী,

প্রকৃতিকে ধ্বংস করতে

মোরা বড়োই ভালোবাসি।

এত উষ্ণ ধরিত্রী আজ

ফুঁসছে যেন ক্রোধে,

ওজনস্তরে ছিদ্র হচ্ছে

আসছে না কারো বোধে।

গলছে বরফ মেরুপ্রদেশে

নিয়তি বলে নিচ্ছি ধরে,

অমরনাথের লিঙ্গ ভাঙছে

দেবতা রুষ্ট বলছি জোরে।

নিয়তি বলে কপাল চাপড়ায়

তলিয়ে ভেবে দেখিনা কিছু,

বেগুনি রশ্মি বাড়ছে ক্রমে

উষ্ণায়ন ছাড়ছেনা পিছু।

নিয়তি বলে সান্ত্বনা নিই

সত্যি কি তা আছে কোথাও?

অসাবধান ও ভুলবশতঃ

ক্ষতির শিকার তোমরা যে হও।

একটু ভেবে তৈরী করো মন

শিক্ষা নাও সবে জীবন থেকে,

গাছ লাগাও ,চলো হয়ে সাবধান

নিয়তি বলে মৃত্যুকে এনো না ডেকে।

Loading

Leave A Comment