ইচ্ছে

ইচ্ছে
-শ্ৰী ভট্টাচার্য্য দে

সব স্বাদ জিভে এসে ধাক্কা দেয়না ঠিকই,
তবে তাকে লাভ করার সাধ যে
একবারও জাগেনা মনে; তেমনটা নয়।
কিছু গন্ধ, শরীরে আল্পনা এঁকে দেয়,
সরীসৃপের চলন!
সে শীতলতা টের পাও তুমি?

আমার মনে এক’শ ভিসুভিয়াস
দাউ দাউ করে জ্বলে।
অন্তরে অনুভূত হয় দাবাগ্নি।

তোমার কলমের প্রতিটা আঁচড়
না জানি কেন পোড়ায় আমাকে,
ওড়ায় আমাকে অন্য আকাশে।

মেঘেদের সঙ্গে তোমার ভাব আছে জানি।
বৃষ্টিকে বলে দিও-
এ আগুন শুদ্ধ করে, দিনের রোজনামচা।
শান্ত গভীর ছন্দে, নির্লিপ্ত শয়নে,
সে যেন আমাকে পুড়তে দেয়।

Loading

Leave A Comment