বিনীত মন

বিনীত মন

-অমিতাভ সরকার 

 

 

বিনীত হ’তে হবে, আলগা কোরে ফেল মনের বসন,
উন্মুক্ত ব‍্যলকনিতে দাঁড়িয়ে শ্বাস নিতে হবে কয়েক বার।
এবার চোখ খোল, প্রসারিত হৃদয় উড়িয়ে দাও নীল
আকাশ।
লকলকে লাউ গাছের মতো কিশোরী মন, শিউলির মত
সকালের হাসি, নেতিয়ে পড়া বৃদ্ধ মন নেচে উঠুক কবিতার অন্তরে অন্তরে,—দিক খুলে যাক খোলা
বাতায়নের মত।

পাহাড়ে গুটি গুটি ওঠো, ঝর্নার স্বাদ বুঝতে বুঝতে,পাখির ডাক, বনের ছোট ছোট না জানা গাছালি
ফুল, নিচে তিস্তার বিন‍্যাস ভরা সরোত,নেপালি ভাইয়ের
পাহাড়ি চা, অকৃপণ বিকেলের বাতাস, সাজগোজ করা
হঠাৎ বৃষ্টি, প্রাণ ভরে আস্বাদিত হৃদয়।

স্বপ্নের মাঝে লাঠি হাতে কবিতা হাসে, তুমি আর আমি
লুটোপুটি খায়, নীল সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে—
অনন্ত কাল ধরে।।
কবিতা এ ভাবেই বেঁচে থাকে, হৃদয়ে, হৃদয়ের
অন্তঃপুরে নাগপাশের বাইরে—-
কিশোরীর প্রথম ওষ্ঠ ভেজা
ঐশ্বর্যের মত।

Loading

Leave A Comment