প্রেম গৃহহীন

প্রেম গৃহহীন
নৃপেন্দ্রনাথ মহন্ত

 

 

এখুনি এসো না প্রিয়ে,এ যে বড় দুঃসহ দিন
সত্য আজ নিরুদ্দেশ, সাহসেরা সকলে উধাও
নিঃশঙ্ক কেবল তারা রাবণের যারা অনুচর
রামরাজ্যের ভুতেরাও সেখানে মারে বটে দাঁও।

 

তুমি কি জানোনা প্রিয়ে আজ আমি প্রবাসীর মতো
নিজ বাসভূমে থাকি।সদাত্রস্ত।মুক্ত সন্ত্রাসীরা
চারিদিকে ঘোরেফেরে আতঙ্কের নামাবলি গায়ে
দেখায় মায়ের অধিক দরদ মাসিরা- পিসিরা।

 

এই দুঃসহ দিনে ঘর বাঁধার স্বপ্ন দেখি না গো
উঠবেনা চাঁদ,ফুটবেনা ফুল কৃত্রিম ফাল্গুনে
শোভন হৃদয় পড়ে গেছে সব দুষ্টনীতির ফাঁদে
আমরা কাটাবো বাকি দিন সুদিনের দিন গুনে।

 

লিখবো না আর কবিতা গো,কবি হারিয়েছে মান
লোভী বুদ্ধিজীবীরাই আজ সকলের শ্রদ্ধেয়
ধর্মগুরুরাও শাস্ত্র ফেলে অস্ত্রে দিতেছে শান
পর হয়ে গেছে আজ পাড়াতুতো সব ভাইবোনও।

 

এতৎসত্ত্বেও যদি চাও বেদুইনদের মতো
তুমি-আমি পিঠে তাঁবু বেঁধে বেরিয়ে পড়তে পারি
বিসর্জন দেবো সংসারের পুরোনো ধারণাগুলি
চিরকাল রইবো দুজন–আমি নর তুমি নারী।

Loading

Leave A Comment