ফ্লাইওভার
-নবনীতা মুখার্জী
ফ্লাইওভারের নরম নিয়ন আলো;
আপন ছন্দে আঁকাবাঁকা পথে চলে,
লুকিং গ্লাসে নিশাচর চোখ দুটো,
চেনা রাস্তার অচেনা গল্প বলে !!
কুয়াশা ভেজা ঝাপসা উইন্ডস্ক্রিনে,
ওয়াইপার মোছে বাষ্পীয় জলকণা,
বেদুইন মন পরিযায়ী ডানা মেলে,
পার করে মনখারাপী …..দোটানা !!
জীবন অঙ্ক জটিল সমীকরণ ;
অমিল সেথা দুই আর দুই -চার,
লঙ ড্রাইভের নেশাতুর হাতছানি,
প্রশমিত করে মেন্টাল হ্যাঙওভার !
নিশ্চুপ রাতে বোতাম বন্দি বুকে,
ঝড় তুলে যায় ভোরের শুকতারা,
স্টিয়ারিং এ রাখা হাত দুটি পিছুটানে,
এড়াতে পারে না বৃত্তীয় পথে ফেরা !!
ক্ষত বিক্ষত অবসাদী মন জানে,
চালের ভুলে খোয়া যায় দামী ঘুঁটি,
বেহিসেবী নীল ব্যথারা আবাদ করে,
কম্পাসে বেঁধা জ্যামিতিক কাটাকুটি !!