বিরহ
বিরহ
-শ্যামল মন্ডল
কত প্রেম হারিয়ে গেছে অকালে ,
ভয়ে শিউড়ে উঠেছে বারে বারে ,
আজন্ম হৃদয়ে গাঁথা যে স্বপ্ন তা কি এতই ভঙ্গুর !
বোধহয় না ,
সে তো এখনো ফিরে ফিরে এসে উঁকি দিয়ে যায় স্মৃতির পাতায় !
অতলে গিয়েও স্বপ্ন দেখায় আমি আছি ঠিক তোমারি মতো ,
সেই আকুল আর্তি ,
কে যেন ছিন্ন করে দিয়ে গেছে বুনো আগাছা ভেবে কিশলয়ের মূল ।
ছিল যে পাশে সারাক্ষণ আশৈশব ,
যৌবনের দোরগোড়ায় তাকেই তুলে নিয়ে গেছে অনাহুত কেউ,
রজনীগন্ধার সুগন্ধী সুবাসে সেও ভিজতে চায় ।
প্রথম প্রকাশে পাশাপাশি সে তো জন্মান্তরের অপূর্ণ আকাঙ্খা এজন্মেও বিফলে সমাজের কষাঘাতে ।
আবার অপেক্ষা পরজন্মের শুভক্ষণ


One Comment
Anonymous
বাহ!👌