Site icon আলাপী মন

এ আমার ভারতবর্ষ

এ আমার ভারতবর্ষ
-নাজমুল খাঁন

ভারতবর্ষ টা মোড়া ছিল বেনীআশহোকলা তে
এক কথায় বলতে গেলে সব রং মিশে শান্তির সাদাতে।
পৃথিবীর মানচিত্রের ভারত মহাসগরের এক খন্ড সাদা বরফের স্তুপ।
দূরবীনে চোখ রেখে দেখতে পাই
তার গা বেয়ে ঝরছে লাল রক্ত
সবুজ পুড়ে খাক হয়ে গেছে সেখানে
কিছু বুনো হায়না আর শুকুন তাকে খুবলে খাচ্ছে।
সেই রক্ত মিশেছে তার শরীরী জলে।
আকন্ঠ পান করছে তার সন্তানেরা।
তাদের রক্ত ও হয়ে উঠছে বন্য জন্তুর মতো।

ভারতের উপরের সূর্যটা নেমে এলো একদিন
হিমালয়ের বরফ গলে দেখা দিল বন্যা
রক্ত আর শীতল জলে তৈরী হলো রক্তনদী

একদল মানুষ জয় শ্রীরাম বলে ঝাঁপিয়ে পড়লো জলে
আর এক দল আল্লাহ হু আকবর বলে লাফ দিলো সেই জলে।
সবাই প্রান বাঁচাতে চায়
জলের অতলে কে কোন দিকে আর খেয়াল নেই কারো।
মহোনার চরে উঠে কেউ তো বলেনা আর
জয় শ্রীরাম বা আল্লাহ হু আকবর
মুখোমুখি তাকায় আর বলে
বেঁচে আছিস ভাই ?
এই হলো আমার ভারতবর্ষ।

Exit mobile version