Site icon আলাপী মন

প্রশ্ন – উত্তর

কবিতা

কবিতা

প্রশ্ন – উত্তর
-ছন্দা সাঁতরা

কিছু প্রশ্ন জন্ম নেয় প্রতিনিয়ত,
কিছু উত্তর জাগিয়ে তোলে
ঘুমিয়ে যাওয়া ক্ষত।

কিছু প্রশ্ন থাকে নীরবতায় জীবন যখন ছোটে,
কিছু উত্তর ফুল হয়ে নয়
কাঁটা হয়েই ফোটে।

কিছু প্রশ্ন থাকে ভালোবাসায় অভিমানী মনে,
কিছু উত্তর মেঘ হয়ে যায়
বৃষ্টি নামায় চোখের কোণে।

কিছু প্রশ্ন থাকে চাওয়া পাওয়ার হিসাবের খাতায়,
কিছু উত্তর হিসাবে ভুল করে
রয়ে যায় বে-হিসাবীর ব্যথায়।

কিছু প্রশ্ন থাকে জীবন মৃত্যুর কুয়াশা ঢাকা ভোরে,
কিছু উত্তর গিয়ে জমা হয় রোজ আলোকবর্ষ দূরে।

Exit mobile version