পাঁচিল
-সোহিনী সামন্ত
স্যাঁতস্যাঁতে বিবর্ণ শ্যাওলার চারিদিকে কীট পতঙ্গের চঞ্চলতা ……
খানিক বিশৃঙ্খলে ভরা ইট ও সিমেন্ট দিয়ে তৈরি পাঁচিলের রুঢ়তা ……
ভেদাভেদের স্তম্ভ রীতিনীতির যুগান্তর গড়েছে …,
মনের আঙ্গিনায় বিক্ষুব্ধ দিগন্ত রেখা টেনেছে ……।।
মন মহনার গহ্বরের অস্তশেখরে পাঁচিলের ন্যায় পক্ষপাতের ,
লক্ষ ঘণ্টা বাজে……খানিক অস্থিরতার সাজে ……।।
পিরামিডের মতন ভেদাভেদের শিখর ঢেউ তুলেছে …
কখন আর্থিক বৈষম্যের বহির্প্রকাশ …কখন জাতের
স্পন্দনহীন গোঁড়ামির বিশ্বাস …অন্যদিকে দেখা যায়
নারীপুরুষের সমতা লড়াইয়ের বিস্ময়কর ইতিকথা …।।
মরচে পরা মনের পাঁচিলে হাজারও পক্ষপাতের রহস্যবিন্দু……
যা প্রদান করে কেবল শুষ্ক অনুভূতির অশ্রুবিন্দু…।।