Site icon আলাপী মন

যদি আমি

যদি আমি
-অমিতাভ কর

 

 

যদি আমি আর , এ’ পথ দিয়ে না ফিরি ,
শুধুই এগোই, অজানা অচেনা পথ ধরে,
নিজের মনেই, এগিয়ে যাবার জেদ ধরি ,
ভুলেও যেন, ডেকো না আমার নাম করে ॥

 

যদি আমি ভেসে, যাই উজিয়ে-হাল ছেড়ে ,
লক্ষ্য হারাই, বেহাল হয়ে, ঘূর্ণি টানে ,
ভুলেও আমার, খোঁজ কোর না কেউ …..
সাড়া দিই যদি, অতল জলের আহ্বানে ॥

 

যদি আমি তারা গুনতে বসি, খেয়াল বশে,
মেঘের রাজ্যে,পাড়ি দিই যদি-পক্ষীরাজে ,
না-ও যদি ফিরি, তারা গোনা শেষ হয়ে গেলে ,
ভুলেও আমায় ডেকো নাগো কারো, কোন কাজে ॥

 

যদি আমি বালি, খুঁড়তে থাকি, মরু-ভূমে ,

তেষ্টার জল আনতে , মরুর বুক থেকে ,
পাগলামি ভেবে, টানতে আমায় যেয়ো নাগো,
যাক না পাগল-বালিতে পায়ের ছাপ রেখে ॥

 

শুধু যদি আমি, হারাই কারো-হৃদ মাঝে ,
খোঁজ নিতে পারো, বেঁচে আছি – নাকি মরে গেছি ,
সব বুকের ওম , সইতে পারেনা – সব পাগল ,
ঠিকানা খোঁজাই , হয়তো বা হবে – মিছামিছি ॥

Exit mobile version