সেকাল-একাল

সেকাল-একাল
প্রবীর রায়

 

ভাইরে আমার-আমার সময়-যেতাম হেঁটে ইস্কুল
এখন তোরা-যাস যে গাড়ি-মন ভর্তি মশগুল।

আমরা ছিলাম-বাংলায় মত্ত-হইনি কভু নারাজ
তব মুখে ইংরেজ বুলি-করিস তোরাই রাজ।
ছিল তখন পলি সাহারা-কেউবা শূন্য হাতল
এখন দেখি-স্টাইলি ব্যাগ-রঙিন কাঁধ চা।
তিন বা পাঁচের -দিস্তা খাতায়- সর্ব বিষয় খেলে
এখন সবই ভিন্ন ভিন্ন-শেষ না হতেই ফেলে।
এক মাষ্টারেই- ব্রহ্মজ্ঞান-তাতেই মস্তক উঁচু
এখন দেখি-আলাদা রঙ্গ-খাতা ভর্তি কচু।
তখন মোরা খেলেছি মেলা-শেষ নেই তার বেলা
এখন সবাই গেজেট বন্দী-ব্যস্ত জীব একেলা।
টিফিনে মোরা বাড়ি যেতাম-দল বেঁধে একসাথে
এখন সবার পকেট নাচে-বাহারি বাইক পশ্চাতে।
সে সময়ে জ্ঞানের লড়াই-এখন নাম্বারটাই ভরসা
প্রতিযোগিতায়-সব বিপরীত-গ্রীষ্ম আর বর্ষা।
তখন ছিলো-মাষ্টার মশাই-এখন বদলে স্যর
তবু যেন পিছিয়েই তোরা-প্রতি পদক্ষেপ হার।।

Loading

Leave A Comment