আমি

আমি

-সুদীপ ভট্টাচার্য্য

কে আমি??
আমি!
আমিতো বৃহত্তর প্রশান্তের এক কলস জল,
তরঙ্গে উচ্ছ্বাসিত চৈতন্য ঘিরে।
চেতনের পরীক্ষক, আর পরীক্ষারা সামিল,
এ কলসের সমস্ত গাঢ়তর সমস্যা জুড়ে।।

 

আমিতো অনতি থরের বুকে জন্মানো ক্যাকটাস,
অগাধ বালুরাশির কাল পরিমাপক।
নিত্য পরিচালকের ভূমিকায়, হ্রস্ব দ্বৈতসত্তার মাঝে,
আমিত্ব বাঁচিয়ে রাখার অভিভাবক।।

 

আমিতো নীল শূন্যের অখিলে ব্রহ্মের সন্ধানী,
নিয়ত ভাবের বশে ইন্দ্রজালের ফাঁসে।
মেঘের ত্রিকোণমিতির আশ্রয়ের খাঁজে চাতকের ভ্রমে,
পঞ্জিকা উদঘাটনে বৃষ্টির অপেক্ষায় বসে।।

 

আমিতো মহামিছিলের জ্ঞানে আছি ধূলিকণা বেশ,
প্রতিযোগিতার চারণভূমির পিষ্ট স্থান ।
লড়াই করেছি, অঙ্ক কষেছি কেবল জয় – পরাজয়ের,
প্রতিশব্দ পেয়েছি, পেয়েছি বহু জয়গান।

Loading

One thought on “আমি

Leave A Comment