Site icon আলাপী মন

জীবনের ধীশক্তি

জীবনের ধীশক্তি

-রাজীব লোচন বালা

 

 

 

এই জীবনটা একবারই আসে ভাবিয়া রেখো,
জীবনের গতিপথে ভাঙ্গা-গড়া দিয়েই শুরু___
সন্দেহ নাই এ নিয়মে কভু।
ভালো- মন্দ দুটি সময় এই জগতে,

যদি ভালো না থাকে, মন্দ কি? বোঝা যায় না!
আবার মন্দ বিনা ভালোর স্বাদ কি?জানা যায় না!
দুই সময়ই জড়িয়ে রয়েছে জীবনকে ঘিরে___
কিন্তু, হায়!
আমি শিখবো মন্দ দিয়ে ঘেরা দুঃসময়ের কাছ থেকে বারেবারে।

সুসময়ে বন্ধু পেয়েছি হাজারো,আরও কত কি!
যখন দিতাম টাকা, মানতো মোরে সদা___
সময় গড়িয়ে সময় এল! পকেট হল যেই ফাঁকা!
বন্ধু-বান্ধব সব উড়ে গেল, বদন হল মোর কালা।
হায়রে সময়!!!
এই তো শেখার সময়,বোঝার সময়,
জানার সময় আর চেনার সময়
আসল মানুষ আর নকল মানুষকে।

আমি শিখবো পিঁপড়ার কাছ থেকে,
কিভাবে দুর্দিনে কাজ করতে হয় অহঃরহঃ।
আমি শিখবো পাখিদের কাছ থেকে, এই জীবনে
কত ঝড়, কত বৃষ্টি আর কত প্রতিকূলতা
জীবনে নিয়ে।

নতুন কুটির নূতন ভালোবাসার বাসা বানাতে বারেবারে।
কোত্থেকে শেখা যাবে এহেন শিক্ষা!
সুসময় থেকে? না!
শেষে ‘ মা প্রকৃতি’ বলে গেল মোরে___
“সুসময় নয়, দুঃসময় থেকে শেখো,
একদিন কালে প্রকৃতই মানুষ হবে বাছা”।

সুসময়ে মানুষ চেনার উপায় আজও অনাবিষ্কৃত এ জগতে_
তবে উপায় কি? জানা ছিল না কারো_
দুঃসময় এসে সব বুঝিয়ে দিল করায় গন্ডায়!
এক এক করে, এক্বেবারে ভালো মতো।
নদীর কাছে জলের উপর তরী রয় বাঁধা,
ঠেলার চোটে দূরদূরিয়ে এগিয়ে চলে এথা আর হোথা;

জীবন সায়রেও দুঃসময়ের আছে আবশ্যিকতা;
নইলে কভু জীবন ভ্রমণে আসে না বাস্তবের মিষ্টি-নিঠুর ছটা।
সময় বড়ই শক্তিশালী এই মহাবিশ্বে,
চাকার মতোন ঘুরতে থাকে, নিয়ে নিরন্তর পরীক্ষা,
স্বজনবিয়োগ,জ্বালা-যন্ত্রনা আরও কত কি যে পরীক্ষা?
তারই মাঝে নিতে হবে চিত্তে, মধুর আনন্দের ধারা।

ভাবে সবাই এই দুঃসময়ে কে হবে মোর সাহারা
জানবে কখন! দেখবে কখন! শিখবে কখন?
যখন আসে দুঃসময় তারই তো কষাঘাতে।
পরিপক্ক হতে,আসল নকল বোঝা বড় দায়!
সুখ গিয়ে দুখ এলে পরিষ্কার তখন দেখতে পাই।

পাখি দেখো ছুটে চলে দশদিশার সকাশে,
জীবন ঠিক তেমনই ছুটতে হবে এই খেলার- সংসারে,
জয়-পরাজয়, ভাঙ্গন-গড়ন_
মিলিত প্রবাহে আমি শিখবো দুঃসময়ে হয়ে স্নাত এই জীবনেই,চরম বাস্তবের কষ্টিপাথরে।

ভাঙ্গনকূলে বেঁধে বাসা, কত আশা জাগে!
দুঃসময়ে যাওয়ার কালে,কারও দেখা না পাই পাশে!
সুসময় মোর যেমন-তেমন, শুধুই মধুরময়___
আসল কথা সত্য কথা, মিছে তো কভু নয়,

দুঃসময়েই মোর শিক্ষাগুরু, পরিচয় দাতাও হয়।
চ্যালেঞ্জ আসবে বারেবারে হয়ে চ্যালেঞ্জার,
সব কিছু ভলো-মন্দ শিখি আমি এই সময়েরই  আধার।
একদিন তবে হবই মোরা, বিজয়ী এই বসুধায়।

Exit mobile version