Site icon আলাপী মন

বাল্যকাল

বাল্যকাল
-শচীদুলাল পাল

আজ আর নেই শৈশবকাল,
হারিয়ে গেছে সেই বাল্যকাল।
মায়ের কোল,নিরাপদ আঁচল,
আদর সোহাগের দিনকাল।
শয়নে জাগরনে মায়ের পাশে থাকা,
কান্নায় মাকে কাছে ডাকা।
দুষ্টুমি, বকুনি,বাবা মায়ের শাসন,
গুরুজনদের উপদেশ আদেশ পালন।
ভাইবোনে খুনসুটি, ঝগড়াঝাঁটি,
কাঁদতে কাঁদতে হাসি মিটিমিটি।
ডাংগুলি, জলকেলি,ফুটবল খেলা,
কানামাছি, লুকোচুরিরর সেই ছেলেবেলা।
ডুব সাঁতারে পুকুর পারাপার,
সাইকেল শেখা, পড়া ওঠা বারবার।
জোরে জোরে পড়ে পড়া মুখস্থ,
শ্রুতি লিখন,পাতার পর পাতা কণ্ঠস্থ।
শ্লেট পেনসিল, দোয়াত কালি কলম,
রঙিন পেনসিলে রামধনুর সাত রং।
অধ্যয়নে মানুষ হওয়ার সাধনা,
ছেলেবেলার মিষ্টি মধুর ভাবনা।

Exit mobile version